আমারি ঢাকায় বিশ্বখ্যাত ডিজনি থিমের ব্রাঞ্চ

হোটেল ‘আমারি ঢাকা’র আমায়া ফুড গ্যালারিতে শুরু হতে যাচ্ছে বিশ্বখ্যাত ডিজনি থিমের ব্রাঞ্চ। রাজধানীর গুলশানের পাঁচ তারকা মানের হোটেলটিতে বিশেষ এই আয়োজন থাকবে সপ্তাহের প্রতি শনিবার।
ডিজনি থিম এর এই ব্রাঞ্চে রেগুলার ব্রাঞ্চ মেন্যুর পাশাপাশি থাকছে কিডস স্পেশাল বুফে।
পরিবার পরিজন নিয়ে দিনটিকে বিনোদন মুখর করে তুলতে আমারির এই বিশেষ আয়োজনের বুফে মেন্যুতে থাকছে- গার্ডেন ফ্রেশ সালাদ, এলিস এর ফেভরিট ফ্রুট সালাদ, ডাবল চকলেট একে স্লাইস, মিকি মিন্নিই চাররোজ ছাড়াও থাকছে মিনি বার্গার, পিজা, চিকেন উইংস, পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ ও আরও আকর্ষণীয় কিডস স্পেশাল আইটেম।
ডিজনি মাস্কটস, বৌন্সিঙ কাসল, ফটোবুথ, ম্যাজিক শো, ভেন্ট্রিলোকুইসম শো, কিডস স্পেশাল পুল পার্টির আয়োজনও থাকবে।
স্পেশাল এই ব্রাঞ্চের আয়োজন উপভোগ করতে চাইলে খরচ পড়বে জনপ্রতি ৩ হাজার ১৬৩ টাকা।
বিশেষ এই আয়োজন থাকছে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৯৬৪৪৪ নাম্বারে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে