News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ১০ অক্টোবর ২০২৫

শিশুর সামনে যেসব কাজ করা ঠিক নয়

শিশুর সামনে যেসব কাজ করা ঠিক নয়

ছবি: সংগৃহীত

একটি শিশু কীভাবে বেড়ে উঠবে, তার অনেকটাই নির্ভর করে মা-বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর। পরিবারের পরিবেশই শিশুর মানসিক গঠন ও আচরণের ভিত্তি তৈরি করে।

প্রতিটি পরিবারের থাকে নিজস্ব কিছু নিয়ম, রীতি ও আচরণ—আর শিশুর শেখার মূল উৎস সেটিই। সে দেখে, শুনে ও অনুকরণ করে বড় হয়। তাই বাড়িতে ছোট শিশু থাকলে অভিভাবকদের আচরণে সংযম থাকা অত্যন্ত জরুরি।

শিশুর সামনে এমন কিছু করা উচিত নয় যা তার মনে ভুল বার্তা দেয় বা নকল করার মতো নেতিবাচক উদাহরণ হয়ে দাঁড়ায়। একইভাবে কিছু খারাপ অভ্যাস থেকেও শিশুকে দূরে রাখা প্রয়োজন।

বড়দের কিছু আচরণ অজান্তেই শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কী কী আচরণ শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায়? চলুন জেনে নিই বিস্তারিত—

রুটিনহীন জীবন
শিশুরা এখন পড়াশোনা করে না। তারা আরও অনেকে বিষয় নিয়ে ব্যস্ত থাকে। নাচ, গান, ছবি আঁকা, খেলা কিংবা কার্টুন দেখার মতো কাজগুলোও তাদের জীবনের অংশ। তাই শিশুদের ক্ষেত্রে ঠিকঠাক রুটিন তৈরি করা উচিত। 

সকাল থেকে রাত অব্দি শিশু যদি কেবল পড়াশোনার পেছনে ছুটে বেড়ায় তাহলে তার মনে এর প্রভাব পড়ে। তার নিজের আর কোনো সময় থাকে না। অনেক মা-বাবাই বিষয়টি বুঝতে পারেন না। যা শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলে। 

শিশুদের মন বেশ স্পর্শকাতর হয়। তাদেরকে আদর-ভালোবাসা দিয়ে লালন-পালন করুন। তাদের সময় দিন। মন বুঝতে চেষ্টা করুন। এতে তাদের সুন্দর মানসিক বিকাশ ঘটবে। 

আরও পড়ুন: লিভারের ফ্যাট কমাবেন যেভাবে

আবেগ চেপে রাখতে শেখানো 
সন্তানের আবেগ অনেকেই ঠিকমতো সামলাতে পারেন না। ফলে শিশুর মনের কথা বুঝে উঠতে পারেন না। তার ছোট্ট মনে নানা কথা জমতে থাকে। শিশুকে ছোট বয়সে এমন পরিস্থিতিতে ঠেলে না দেওয়াই ভালো। আবেগ চেপে রাখতে শেখানোও উচিত নয়। বরং তার আবেগের মূল্য দিন। প্রয়োজনে ভালোবেসে ভালো-মন্দ বোঝান।

অন্য শিশুর সঙ্গে তুলনা 
শিশুদের মন নরম হয়। তাই সহজেই আঘাত লাগে। এজন্য শিশুদের সঙ্গে শিশুর মতোই মিশতে হয়। অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না। ছোট শিশুর সঙ্গে অন্য শিশুর তুলনা করে ফেলেন। যা একদমই উচিত নয়। এতে শিশুর মনে চাপ পড়ে। এমনটা কখনোই করবেন না। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়