News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ৭ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের বিচার কার্যক্রমে তদন্ত কর্মকর্তা নিয়োগ

আওয়ামী লীগের বিচার কার্যক্রমে তদন্ত কর্মকর্তা নিয়োগ

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, গত বছরের ২ অক্টোবর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে অভিযোগ দাখিল করে। এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এই অভিযোগপত্র জমা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে।

তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। এটি এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে বলতে পারব দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে।

চিফ প্রসিকিউটর ইঙ্গিত দেন, তদন্তে অন্য কোনো দলের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দলও অপরাধের সাথে যুক্ত, সেক্ষেত্রে তাদের ব্যাপারেও আমাদের তদন্ত সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে।

তদন্তের সম্ভাব্য ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলকে নিষিদ্ধ করা, সম্পত্তি জব্দ, নেতাকর্মীদের বিরুদ্ধে নির্দেশনা জারি— এসব সাজা আইনে বলা আছে। তদন্ত রিপোর্ট আসুক, বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক, তখন বিষয়গুলো দেখা যাবে।

আরও পড়ুন: দল হিসেবে আ. লীগের বিচারের জন্য ট্রাইব্যুনালে তদন্ত শুরু

এর আগে ৫ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক তদন্ত শুরুর ইঙ্গিত দেন। 

তিনি জানান, চলতি সপ্তাহেই তদন্ত শুরু হবে এবং একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তবে এ ব্যাপারে কিছু বলতে চাননি তিনি।

আওয়ামী লীগ সরকারের সময়ে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদনও চলতি সপ্তাহেই দাখিল করা হবে বলে জানান তাজুল ইসলাম। 

তিনি বলেন, তদন্তের জন্য যে সময় প্রয়োজন ছিল, তা শেষ হয়েছে। এখন একের পর এক মামলার ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ওবায়দুল কাদেরের মামলার প্রসঙ্গে তিনি বলেন, সব মামলা একসঙ্গে হবে না। ধাপে ধাপে সব মামলা এগোচ্ছে। প্রতিটি মামলাই ম্যাচিউর পর্যায়ে রয়েছে। সময়মতো সবকিছুর ফলাফল পাওয়া যাবে। কেউ দায় এড়িয়ে যাবেন— এমন আশা করা বৃথা। ন্যায়বিচার তার নিজস্ব গতিতে চলবে।

এদিকে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী। গতকালও তাকে দিনভর জেরা করা হয়।

জেরায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, কোনো চাপে নয়, সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।

তিনি আরও জানান, জুলাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র গোষ্ঠী ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ২৫ কার্যদিবসে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। ৫৪তম সাক্ষীর জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

প্রসিকিউশন সূত্র জানায়, জুলাই গণহত্যায় জড়িত কেউই বিচার এড়াতে পারবে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উপদেষ্টা সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাচ্ছে না এবং এই দলের বিরুদ্ধে বিচার সংক্রান্ত কার্যক্রম শুরু হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়