News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৩:০২, ৭ অক্টোবর ২০২৫

দল হিসেবে আ. লীগের বিচারের জন্য ট্রাইব্যুনালে তদন্ত শুরু

দল হিসেবে আ. লীগের বিচারের জন্য ট্রাইব্যুনালে তদন্ত শুরু

ফাইল ছবি

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য ট্রাইব্যুনালে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। তদন্ত কার্যক্রমে নিয়োগ পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জুলাই-আগস্ট থেকে দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের তদন্তও পরিচালনা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। এর আগে গতকালও তাকে দিনভর জেরা করা হয়েছিল।

জেরায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, “কোনো চাপে নয়, সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।”

আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে দীপু মনি

তিনি আরও জানান, জুলাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র গোষ্ঠী ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ২৫ কার্যদিবসে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। ৫৪তম সাক্ষীর জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। প্রসিকিউশন জানিয়েছে, “জুলাই গণহত্যায় জড়িত কেউই বিচার এড়াতে পারবে না।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়