ভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

ছবি: সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, সাবেক ভূমিমন্ত্রী, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। অনুসন্ধানকালে তাদের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হওয়ার আশঙ্কায় ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন হয়েছে।
আদালতের নির্দেশে চট্টগ্রামের নিজাম রোডের একটি, পাঁচলাইশের একটি, লালখান বাজারের দুটি, পূর্ব নাসিরাবাদের একটি এবং চট্টেশ্বরী রোডের একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। এছাড়া আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের (মার্কেট) সাইফুজ্জামান ও পরিবারের অংশ, চট্টগ্রামের সার্সন রোডের একটি এবং কালুরঘাট শিল্প এলাকার ছয়টি মার্কেট ভবনও ক্রোক করা হয়েছে।
আরও পড়ুন: বিস্ফোরক মামলায় অব্যাহতি পেলেন ফখরুলসহ ২২ জন
এর আগে, গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছিল। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংক হিসাব এবং দেশের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।
গত ৫ মার্চ তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ৯ মার্চ ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাসহ রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
নিউজবাংলাদেশ.কম/এসবি