বিস্ফোরক মামলায় অব্যাহতি পেলেন ফখরুলসহ ২২ জন

রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার (৫ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ ।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশে দেড় লাখের বেশি লোক সমবেত হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা সরকার বিরোধী স্লোগান ও উস্কানিমুলক বক্তব্য প্রদান করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও মদতে দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ করে। এ সময় আসামিরা সরকারি গাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করেন।
আরও পড়ুন: দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর
এ ঘটনায় তৎকালীন ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনারের চালক ও পুলিশের কনস্টেবল মো. শাহীন আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি