নেপালে এক হাজার বিদেশি এখনও নিখোঁজ
নেপালে ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ কেটে গেলেও এখনও নিখোঁজ আছেন এক হাজার বিদেশি। যাদের অনেকেই কর্মসূত্রে সেখানে অবস্থান করছিলেন, অনেকেই ছিলেন পর্যটক।
এদিকে শক্তিশালী ভূমিকম্পে ৫০ জন বিদেশি পর্যটকের মৃত্যু খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের মধ্যে অন্তত ৩৮ জন ভারতীয় নাগরিক।
শনিবার এক বিবৃতিতে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ২৫ এপ্রিলের ভূমিকম্পে ৫০ জন বিদেশি নাগরিক নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে এখনও তৎপরতা চলছে। ওই বিদেশিরা নিহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে তাও জানা যায়নি।
নেপালে ভূমিকম্পে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন দেশের দূতাবাস নেপালে অবস্থানরত তাদের নাগরিকদের খোঁজ অব্যাহত রেখেছে।
প্রতিবছর নেপালে প্রায় দশ লাখ পর্যটক ভ্রমণ করেন। ভিসামুক্ত ভ্রমণের সুযোগ থাকায় সেখানে পর্যটকের সংখ্যা বেশি থাকে। অনেকেই নিজ দেশের দূতাবাসকে না জানিয়েই ভ্রমণ করেন। ফলে নিখোঁজ বিদেশি পর্যটকের প্রকৃত সংখ্যা বের করা কঠিন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম