টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় রবিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে থাকে। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও শেওড়াপাড়ার পরিস্থিতি ছিল ভয়াবহ। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: সখীপুর-কচুয়া সড়কের মিলপাড়ে লাবীব গ্রুপের উদ্যোগে সংস্কার কাজ শুরু
হঠাৎ এই বর্ষণে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। কেউ অফিসে যেতে না পেরে ঘরে আটকে পড়েছেন, আবার কেউ কোমরসমান পানিতে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি