News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

পূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন ছুটি, পরীক্ষা না নেওয়ার নির্দেশ

পূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন ছুটি, পরীক্ষা না নেওয়ার নির্দেশ

ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষ্যে দেশের সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এই ১২ দিনের ছুটির সময়ে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত হওয়ায় পরীক্ষামুক্ত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা জারি করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের (১৪৩১-১৪৩২ বঙ্গাব্দ) বার্ষিক ছুটির তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

আদেশে আরও বলা হয়, আসন্ন শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের নিমিত্ত আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রূপ পরীক্ষার দিন ধার্য না করার জন্য ইউজিসি ও মাউশিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পঞ্জিকা অনুসারে, এ বছর মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর, এবং ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজার প্রতিপদ তিথি। মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর (মহাষষ্ঠী), এরপর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল: শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ছুটির তালিকা অনুসারে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে পূজার ছুটি শুরু হবে। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া এই প্রতিষ্ঠানগুলো মোট আট দিন বন্ধ থাকবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

কলেজ ও বিশ্ববিদ্যালয়: সরকারি ও বেসরকারি কলেজগুলোর শিক্ষাপঞ্জি অনুসারে, এসব প্রতিষ্ঠানের ছুটিও ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং চলবে ৯ অক্টোবর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ১০ দিন কলেজগুলো বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ক্লাস শুরু হবে ১২ অক্টোবর। বিশ্ববিদ্যালয়গুলোও এই নির্দেশনার আওতাভুক্ত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়