News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের শিক্ষার্থীদের জন্য আসছে দীর্ঘ ছুটির সুখবর। টানা স্কুল ও পড়াশোনার চাপে একঘেয়ে হয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য এই ছুটি যেন এক স্বস্তির নিঃশ্বাস। ঘুরে বেড়ানো, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো কিংবা নিজেকে একটু সময় দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে এই ছুটিতে।

স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা আরও দুই দিন ছুটি উপভোগ করতে পারবেন। ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলকশ্যে ঐচ্ছিক ছুটিও থাকছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে এই ১২ দিনের ছুটি কার্যকর হবে। ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি

বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হবে। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছুটির সময়সূচি ভিন্ন হতে পারে।

চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষ্যে মোট তিন দিনের ছুটি পাবেন। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

যদিও ২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, তবে জরুরি পরিষেবার আওতায় থাকা কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন না। 
এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়