ইশতেহার ঘোষণা করবে ‘প্রতিরোধ পর্ষদ’, তীব্র হচ্ছে প্রচারণা

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা রবিবার (৩১ আগস্ট) ষষ্ঠ দিনে পৌঁছেছে।
এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি। শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে তারা তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা।
বিকেল ৩টায় বাম ছাত্র সংগঠনগুলোর সমর্থনে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল মধুর ক্যান্টিনে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এরপর তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে।
অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল দুপুর ২টার পর উপাচার্য চত্বর থেকে প্রচারণা অভিযান শুরু করবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বামজোটের নেতৃত্বে ইমি ও মেঘমল্লার বসু
নির্বাচন যত ঘনিয়ে আসছে, পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে। এক প্যানেলের প্রার্থীরা অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন এবং পাল্টা অভিযোগ দিচ্ছেন। কেউ কেউ কমিশনের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ করছেন।
তবে নির্বাচন কমিশন শুরু থেকেই জানিয়ে আসছে, তারা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রাপ্তি মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আগ্রহভরে পর্যবেক্ষণ করছেন বিভিন্ন প্যানেলের কার্যক্রম ও প্রতিশ্রুতি। প্রত্যাশা করা হচ্ছে, আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরালো হবে, যেখানে ভোটার সংস্পর্শ, বিতর্ক, মতবিনিময় এবং কর্মসূচি আরও বিস্তৃতভাবে দেখা যাবে। অনেক শিক্ষার্থী আশা করছেন, এবারের ডাকসু নির্বাচন কার্যকর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি