বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং ও ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ

ফাইল ছবি
দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির যুগ শেষ হতে যাচ্ছে। শিক্ষাপ্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার (০৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ১৮ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করা বাধ্যতামূলক।
যেসব প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, সেসব ক্ষেত্রে উক্ত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই নিয়মিত কমিটি গঠন করতে হবে।
আরও পড়ুন: অক্টোবরে ১৫০ উপজেলায় মিড ডে মিল চালু: গণশিক্ষা উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সব এডহক কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। এ সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং তাদের বিরুদ্ধে বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রণালয়ের পরিপত্রে আরো উল্লেখ করা হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ সংশোধনী) অনুযায়ী— ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধি ৭৫ (২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রবিধি ৭৪ (২) অনুযায়ী অ্যাডহক বা নিয়মিত কমিটি গঠনে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পরিপত্র পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বোর্ডগুলোকে জরুরি ভিত্তিতে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি