News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

শুটিং করতে গিয়ে আহত সালমান খান

শুটিং করতে গিয়ে আহত সালমান খান

সালমান খান। ছবি: সংগৃহীত

ভারতের লাদাখের বরফাবৃত এলাকায় নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। কনকনে ঠান্ডা ও অক্সিজেনের অভাব থাকা সত্ত্বেও কঠিন অ্যাকশন দৃশ্যে ডামি ছাড়াই নিজে অভিনয় করেন তিনি। এর মধ্যেই একটি দৃশ্যে চোট পান অভিনেতা।

সোমবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চোট নিয়েই শুটিং শেষ করেন সালমান। তবে লাদাখের কাজ শেষ হওয়ায় আপাতত কয়েক দিনের বিরতি নিয়ে বিশ্রাম নেবেন। এরপর মুম্বাইয়ে ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যের শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লখিয়া।

আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ গেল ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গের

শুটিং শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সালমানের কিছু লুক। রক্তাক্ত চেহারা, ক্ষতবিক্ষত হাত আর রক্তচক্ষু নিয়ে সালমানকে দেখে মুগ্ধ অনুরাগীরা। তাদের ভাষায়, “এটাই সেরার সেরা সালমান—টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।”

‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের আগস্টে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়