দুর্ঘটনায় প্রাণ গেল ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গের

ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
জুবিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল মৃত্যুতে গভীর শোকাহত আমরা। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।”
আরও পড়ুন: দ্বিতীয়বার মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা
আসাম, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন জুবিন। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটির মাধ্যমেই তিনি সর্বাধিক খ্যাতি পান। প্রীতমের সংগীতায়োজন ও সাঈদ কাদরির কথায় গানটি পুরো ভারতজুড়ে আলোড়ন তোলে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজবাংলাদেশ.কম/এসবি