News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দ্বিতীয়বার মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা

দ্বিতীয়বার মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মত এ বছরের “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” খেতাব জয় করেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে মিথিলাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। 

বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। 

তিনি বলেন, মিস ইউনিভার্স শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও লক্ষ্যবোধের সমন্বয় ঘটানোর একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ আসরে তুলে ধরতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।

বিজয়ী হওয়ার পর মিথিলা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আজ আমি যা কিছু অর্জন করেছি, তার সবকিছুর কৃতিত্ব আমার মায়ের। তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তির উৎস। এই জয় আমাদের দুজনের।

আরও পড়ুন: ৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

এবারের সাফল্যের সুবাদে মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতাটি চলতি বছরের নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। 

আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করার সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া চাই।

উল্লেখযোগ্য, মিথিলা ২০২০ সালেও জাতীয় পর্যায়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন। তবে করোনাভাইরাস মহামারির কারণে সেই বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাননি। এছাড়া এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম এই খেতাব জিতেছিলেন।

এইবার মিথিলার দ্বিতীয়বারের খেতাব জয় বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো। অনুষ্ঠানের আয়োজন, বিজয়ীর ঘোষণাসহ বিভিন্ন দিক থেকে এই আসর দেশের সৌন্দর্য, প্রতিভা ও আন্তর্জাতিক মানের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়