News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আছি। চার দেশের এই স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে ইতিবাচক পদক্ষেপ।” তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

আরও পড়ুন: পূজার সময় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদের পদক্ষেপকে নেতানিয়াহু ‘অগ্রহণযোগ্য’ এবং ট্রাম্প ‘নাটকীয় প্রদর্শন’ বলে আখ্যা দেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়