News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে নিহত ১৪

সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে নিহত ১৪

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ১২৪ জন। বর্তমানে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় চীনের দক্ষিণ উপকূল ও হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তাইওয়ানের হুয়ালিয়েন জেলার উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে রাগাসা। জেলা প্রশাসনের কর্মকর্তা লি কুয়ান-তিং জানান, ঝড়ের আঘাতে হুয়ালিয়েনে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী হংকংয়ে তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়েছে।

হুয়ালিয়েন ব্যতীত অন্যান্য জেলা বা হংকংয়ে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা রাগাসাকে ‘সুপার টাইফুন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় সময় সোমবার বিকাল ৩টায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের বাতানিজ দ্বীপে আঘাত হানে, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩১ কিমি।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: এরদোয়ান

প্রাথমিক আঘাতের এলাকায় নদীর ওপর একটি বড় সেতু ধসে যায়, প্রায় ১ হাজার মানুষ বসবাসকারী গুয়াংফু গ্রাম সম্পূর্ণ প্লাবিত।

দমকল কর্মকর্তা ওয়াং সে-আন জানান, নিহত ও নিখোঁজ ব্যক্তিরা সবাই এই এলাকার বাসিন্দা। অনেকেই এখনও ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়