News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

ছবি: সংগৃহীত

অবশেষে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর ফলে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার হলো বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে ফ্রান্স এ ঘোষণা দেয় বলে নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনোসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের প্রতি সমর্থন আরও জোরালো হলো।

তবে স্বীকৃতির এই ঘোষণা এমন সময়ে এলো যখন গাজায় ইসরায়েলের টানা হামলায় রক্তক্ষয়ী পরিস্থিতি চলছে। বিবিসির খবরে বলা হয়, ফ্রান্সের স্বীকৃতির দিন ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনই গাজার বাসিন্দা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর পথ। তিনি বলেন, ফ্রান্স চায়—একদিকে ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, অন্যদিকে ফিলিস্তিনও ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

আরও পড়ুন: নিজ দেশে বিমান হামলায় পাকিস্তানে নারী-শিশুসহ নিহত ৩০

প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে বৈশ্বিক সম্মেলন। এর আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি আরব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়