ব্যাংককের রাস্তায় হঠাৎ ১৬০ ফুট গভীর গর্ত, ঝুঁকিতে হাসপাতাল

ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ একটি বিশাল সিংকহোল বা রাস্তা ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। গর্তটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সামসেন রোডের ভাজিরা হাসপাতালের সামনে প্রায় ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত গর্তটি তৈরি হয়। গর্তটি হাসপাতালের রেলস্টেশন ও সামসেন থানার আশপাশে অবস্থান করছে।
স্থানীয় দুসিত জেলা অফিস জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ভাজিরা এবং সাংঘি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
গর্তের কারণে থানার ভূগর্ভস্থ কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানার নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৩,৫০০ রোগীকে আশপাশের নিরাপদ ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালের মূল কাঠামো অক্ষত রয়েছে।
আরও পড়ুন: সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে নিহত ১৪
মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, গর্তে দুটি বৈদ্যুতিক খুঁটি এবং পুলিশের একটি গাড়ি পড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং টানেল ও আশপাশের গর্ত পূরণের কাজ শুরু হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, সড়ক ও টানেল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেরামত করতে অন্তত এক বছর সময় লাগতে পারে। বুধবার সন্ধ্যায় তার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আসবে। ম্যাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানিয়েছেন, গর্তটি ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের ওপর তৈরি হয়েছে। প্রথমে মাটি পাশের টানেলে পড়ে, এরপর আশপাশের অবকাঠামো ধসে যায়। এই ঘটনায় ভেঙে যায় একটি বড় পানির পাইপও।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৃষ্টির কারণে গর্ত আরও বড় হয়ে যেতে পারে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি