News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না: নেতানিয়াহু

ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনো দিনই প্রতিষ্ঠা পাবে না। 

রবিবার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তারা সন্ত্রাসকে পুরস্কৃত করছে। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।”

তিনি আরও বলেন, “একটি সন্ত্রাসী রাষ্ট্রকে চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর এটি জানানো হবে।”

আরও পড়ুন: ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’

নেতানিয়াহু উল্লেখ করেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন তার নেতৃত্বে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়