আসন্ন সংসদ নির্বাচনে ১ লাখ সেনা মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না, এটি জনগণের ওপর নির্ভর করবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং এবং পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় এক লাখে উন্নীত হবে। বর্তমানে মাঠে ৩০ হাজার সেনা সদস্য রয়েছে। এছাড়া, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র্যাবসহ প্রশাসনও নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রাম অঞ্চলে কিছু অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগে সেগুলো উদ্ধার করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। কোনো জায়গায় কোনো ধরণের সমস্যা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য থাকা জরুরি।
তিনি আরও বলেন, গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রকাশ করবে।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মিয়ানমারের সেনারা এখন সীমান্ত এলাকায় নেই; পুরোটা আরাকান আর্মি দখল করেছে। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। মাদক নিয়ন্ত্রণে ফোর্স বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো।
নিষিদ্ধ সংগঠনের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে অনেকেই জামিনে বের হয়ে আবারও একই কাজ করছে। এরা যেন সহজে জামিন না পায়, সে ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে সরকার।
জাতীয় সংসদ নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের প্রস্তুতি ও পদক্ষেপের প্রতিফলন দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা, রাজনৈতিক ঐক্য ও গণমাধ্যমের ভূমিকা নির্বাচনের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি