News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

‘গ্লোবাল টপ এমপ্লয়ার’ সার্টিফিকেশন পেল বাংলালিংক

‘গ্লোবাল টপ এমপ্লয়ার’ সার্টিফিকেশন পেল বাংলালিংক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথম টেলিকম অপারেটর হিসেবে ‘গ্লোবাল টপ এমপ্লয়ার ২০২৫’ সার্টিফিকেশন অর্জন করেছে বাংলালিংক। আন্তর্জাতিক সংস্থা টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট এই স্বীকৃতি দিয়েছে। কর্মীসংক্রান্ত কৌশল, কর্মপরিবেশ, নিয়োগপ্রক্রিয়া, প্রশিক্ষণ ও উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি, কর্মীদের কল্যাণ ও সুযোগ–সুবিধার মতো বিষয়গুলো মূল্যায়ন করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলালিংক।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে এ অর্জন আমাদের জন্য গৌরবের। এটি প্রমাণ করে, আমরা কর্মীবান্ধব ও ডিজিটালি অগ্রসর কর্মপরিবেশ গড়ে তুলছি। কর্মীদের উন্নয়ন ও কল্যাণই আমাদের সাফল্যের মূল চালিকা শক্তি।”

টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউটের সিইও ডেভিড প্লিঙ্ক বলেন, “প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যেও ধারাবাহিকতা ধরে রাখা বড় অর্জন। এ বছরের সার্টিফিকেশন প্রমাণ করে, শীর্ষ নিয়োগকর্তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের মানবসম্পদ কৌশল বাস্তবায়ন করছে।”

আরও পড়ুন: তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞানে দক্ষ মানবসম্পদে পরিণত করতে চায় সরকার

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইচআর বেস্ট প্র্যাকটিসেস সার্ভের মাধ্যমে বিশ্বজুড়ে মানবসম্পদ ব্যবস্থাপনার উৎকর্ষতা যাচাই ও স্বীকৃতি প্রদান করে টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট। এ বছর ১২৫টি দেশের ২ হাজার ৪০০টির বেশি প্রতিষ্ঠান এই স্বীকৃতি পেয়েছে।


 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়