পুঁজিবাজারকে আয়ের স্থায়ী উৎস ভাবা বিপজ্জনক: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস মনে করলে তা বিপদের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্নর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের অডিটোরিয়াম আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ এবং ইসলামী মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, “পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা হবে—এটা ভ্রান্ত ধারণা। সুকুক বন্ড বেসরকারি খাতে হলে তবেই মুনাফাযোগ্য খাতে বিনিয়োগ আসবে।”
আরও পড়ুন: ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার
তিনি আরও বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা যখন যোগাযোগমন্ত্রী ছিলেন তখন থেকেই পদ্মা সেতুর পরিকল্পনা শুরু। “আমি তখনও বলেছিলাম, এত বড় অবকাঠামো তৈরিতে বিশ্বব্যাংকের ঋণ নেয়ার প্রয়োজন নেই। শেয়ার বাজার থেকেই এরকম মেগা প্রকল্পের অর্থ সংগ্রহ করা সম্ভব।”
নিউজবাংলাদেশ.কম/এসবি