News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

ফাইল ছবি

চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

সন্র বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ১৬১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৯ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ে ১৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ চুরির মামলায় আরসিবিসির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

এর আগে, আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার), যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়