‘যে যখন, তখন তেমন’ নীতির অবসান চায় জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন

ছবি: নিউজবাংলাদেশ
তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতৃবৃন্দ।
তারা সতর্ক করে বলেন, আধুনিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পিছিয়ে পড়বে বাংলাদেশ, যদি সময়োপযোগী শিক্ষা সংস্কার না হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর শাখার আয়োজনে লালমাটিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. তারিকুজ্জামান সুদান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্ব শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নীতি প্রণয়নের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাপদ্ধতি প্রণয়ন করা।
আরও পড়ুন: জানুয়ারিতেই শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই: অর্থ উপদেষ্টা
তারা উল্লেখ করেন, অতীতে বিভিন্ন সরকার নিজেদের সুবিধামতো “যে যখন, তখন তেমন” নীতিতে শিক্ষা পদ্ধতি প্রণয়নের কারণে সৎ ও যোগ্য নাগরিক তৈরিতে ব্যাঘাত এসেছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও বিশিষ্ট স্থপতি নাঈম রিপন এবং কলেজের অধ্যক্ষ আকমল হোসেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মোহাম্মদপুর শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু ও সদস্য সচিব সন্তু মিত্র। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল আরাফাত।
বক্তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তারা জানান, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন সবসময় নির্দলীয় ও দলনিরপেক্ষভাবে তরুণদের এই ধরনের কর্মকাণ্ডে পাশে থাকবে এবং ভবিষ্যতে এসব আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানায়।
নেতৃবৃন্দ মন্তব্য করেন, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে তরুণদের গড়ে তুললে দেশের সমষ্টিগত উন্নয়ন নিশ্চিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি