News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

জানুয়ারিতেই শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই: অর্থ উপদেষ্টা

জানুয়ারিতেই শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে, আর যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত বছর অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদেরকে এবার দায়িত্ব দেওয়া হবে না বলেও তিনি নিশ্চিত করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব তথ্য দেন।

ড. সালেহউদ্দিন বলেন, নতুন বই আমাদের দেওয়ার কথা ১ জানুয়ারিতে। কিছু অর্ডার আমরা ইতিমধ্যে দিয়েছি। তবে আরও ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি। এর আগে যারা কাজ পেয়েছিল তাদের বইয়ের মান, কাগজের কোয়ালিটি, কারা একাধিক পাচ্ছে এবং কোনো মনোপলি হচ্ছে কি না—এসব বিষয় যাচাই-বাছাই করা হবে।

তিনি জানান, গত বছর নভেম্বরে বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল। ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে বিলম্ব হয়। এ কারণে এবার সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে কিছু অর্ডার দেওয়া হলেও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও চলতি মাসেই দেওয়া হবে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ছে ৩ ধরনের ভাতা

অর্থ উপদেষ্টা জানান, বই ছাপানোর কাজে অনিয়মের অভিযোগ মাঝে মাঝেই পাওয়া যায়।

কেউ কেউ ঠিকমতো কাজ করে না। আবার একজন একটি অর্ডার নিয়ে বাকিগুলো নিয়ে নিয়েছে—এমন অভিযোগও আছে। সেই প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে বলেছি। আজকে বই কেনার যে প্রস্তাব ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গতবার অনিয়মের অভিযোগ উঠেছিল, তাদেরকে এবারের কাজ থেকে বাদ দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ আশ্বাস দিয়ে বলেন, এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। গতবার তো নভেম্বরে অর্ডার হয়েছিল, তাই দেরি হয়েছিল। এখন তো মাত্র ২১ সেপ্টেম্বর, আমরা আগামী সপ্তাহেই আবার বসব। গত বছর শিক্ষার্থীরা বই পেতে মার্চ মাস হয়ে গিয়েছিল, এবার এমন হবে না। এজন্যই তো সেপ্টেম্বরে অর্ডার এগিয়ে আনা হয়েছে।

বই ছাপানোর দায়িত্ব কোন কোন প্রতিষ্ঠান পাবে—এ বিষয়ে সিদ্ধান্ত কবে হবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এই মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাই শেষ করতে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়