ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, আক্রান্ত ৬৬৮

ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন ডেঙ্গুরোগী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই পাঁচজন মৃতের সবাই ঢাকা শহরের বাসিন্দা। এর মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে পাঁচজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬৬৪ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৮৪১ জন। আক্রান্তদের মধ্যে ৬০.৫ শতাংশ পুরুষ এবং ৩৯.৫ শতাংশ নারী। তবে, গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ১৭৩ জন, যার মধ্যে ৬০.৩ শতাংশ পুরুষ এবং ৩৯.৭ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় মোট ৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৪১ হাজার ৬৩৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত বছর (২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।
এই সপ্তাহের মোট ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছে এবং নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি