News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজের ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজের ইন্তেকাল

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৮২ বছর বয়সে রিয়াদের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি রাজকীয় দরবার। 

এক বিবৃতিতে তারা জানায়, তাঁর মৃত্যুতে সৌদি আরব এবং সমগ্র মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম, মুসলিম ও জ্ঞানের সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 

বিবৃতি অনুসারে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রয়াত শেখের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। 

একই সাথে, বাদশাহ সালমানের নির্দেশে মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববি এবং সৌদি আরবের সব মসজিদে তাঁর জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৯৯৯ সাল থেকে শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ, কাউন্সিল অব সিনিয়র স্কলার্স (বয়োজেষ্ঠ্য আলেমদের পরিষদ)-এর সভাপতি, এবং ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই পদে আসার আগে তিনি শায়খ মুহাম্মদ বিন ইব্রাহিম আল শায়খ এবং শায়খ আবদুল আজিজ বিন বায-এর পর তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের বিচার ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে।

শায়খ আবদুল আজিজ আল শায়খ ঐতিহাসিকভাবে প্রভাবশালী আল-শেখ বংশের সদস্য। এই বংশ থেকেই বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাব জন্মগ্রহণ করেছিলেন, যিনি ওহাবী আন্দোলনের নেতা ছিলেন। এই পরিবারের সদস্যরা সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করা এই শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব অল্প বয়সেই পিতাকে হারান এবং শৈশবেই কোরআন মুখস্থ করেন। প্রায় ২০ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারালেও শরিয়াহ বিষয়ে তাঁর অধ্যয়ন অব্যাহত রাখেন। তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে ভর্তি হন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে পড়াশোনা শেষ করেন।

শিক্ষক হিসেবে কর্মজীবনের শুরু থেকে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন এবং রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদ ও আরাফার নামিরা মসজিদে বহু বছর ধরে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮১ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেছেন। বার্ধক্যজনিত কারণে ২০১৬ সালে তিনি এ দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।

শায়খ আবদুল আজিজ আল শায়খ শরিয়াহ ও ফিকহ বিষয়ে অসংখ্য বই ও ফতোয়ার সংকলন রচনা করেছেন। তাঁর লেখনী ও ফতোয়া, বিশেষ করে ইসলামি আকিদা, হালাল-হারাম এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় বিষয়ে, বিশ্বজুড়ে মুসলিমদের কাছে দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর এই সকল গবেষণা ইসলামি জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়