News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনী সমীকরণে সরকার গঠনে এগিয়ে বিএনপি: জরিপ

নির্বাচনী সমীকরণে সরকার গঠনে এগিয়ে বিএনপি: জরিপ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। পরবর্তী সরকার কারা গঠন করবে এবং বিরোধী দলে কোন দল থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে। 

নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে জনগণের মতামত নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। এই জরিপে দেশের বিভিন্ন অঞ্চলের ভোটারদের অংশগ্রহণে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোকে ঘিরে তাদের প্রত্যাশা, সমর্থন ও সংশয়।

জরিপের ফলাফল অনুযায়ী, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই দলের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬.১% ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি ২৮.১% ভোটারের সমর্থন দেখা গেছে। গত বছরের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে তৃতীয় স্থানে, যাদের ভোট ১৮.৮০%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.১০% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে।

জরিপে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। ভোটারদের মতে, পরবর্তী সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। ৩৯.১% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। 

অন্যদিকে, ২৩.৩% ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে। ১২.১% ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। আর নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন ৩.৮% ভোটার।

জরিপে আরও বলা হয়েছে, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, তবে ভোটচিত্রের একটি বড় পরিবর্তন আসবে। সেক্ষেত্রে বিএনপি পাবে ৪৫.৬% ভোট, জামায়াতে ইসলামী পাবে ৩৩.৫%, এবং এনসিপি পাবে ৪.৭% ভোট। এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮% এবং জাতীয় পার্টিকে ২.১% ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন।

বিভাগভিত্তিক জরিপের ফলাফলে দেখা যায়, ৬টি বিভাগে বিএনপি সুস্পষ্টভাবে এগিয়ে আছে। অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এবং বরিশাল বিভাগে আওয়ামী লীগ এগিয়ে আছে। চট্টগ্রাম বিভাগে নতুন দল এনসিপি এগিয়ে আছে।

রংপুর: জামায়াত (৪৩.৪%), বিএনপি (৩৬.৭%), আওয়ামী লীগ (১.২%)

বরিশাল: আওয়ামী লীগ (৩১.৯%), জামায়াত (২৯.৯%), বিএনপি (২৮.৭%), এনসিপি (৩.৯%)

অন্যান্য ৬টি বিভাগ (চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ঢাকা): বিএনপি এগিয়ে রয়েছে। চট্টগ্রামে ৪৯.৯%, সিলেটে ৪৪.৭%, ময়মনসিংহে ৪৫.৭%, রাজশাহীতে ৪৪.৪%, খুলনায় ৪৩.৩% এবং ঢাকায় ৪০.৮% ভোট পাবে বিএনপি।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

জরিপে রাজনৈতিক দলগুলোর প্রতি ভোটারদের সন্তুষ্টি এবং অসন্তুষ্টির হারও উঠে এসেছে। স্থানীয় রাজনীতিতে জামায়াতের কার্যক্রম নিয়ে ভোটাররা তুলনামূলকভাবে বেশি সন্তুষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা এই দলের কার্যক্রমে সন্তুষ্ট। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৮.২% মানুষ, জামায়াতের ১৩.৭% এবং এনসিপির ৯.১% মানুষ।

অন্যদিকে, দলগুলোর কার্যক্রমে একদমই অসন্তুষ্ট মানুষের হার হলো: বিএনপির প্রতি ১৪.৫%, জামায়াতের প্রতি ১৪.১%, এনসিপির প্রতি ২১.৫%, এবং আওয়ামী লীগের প্রতি ২০.২%।

জরিপের তথ্য উপস্থাপনকালে ইনোভেশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার বলেন, “প্রায় সব দলের সমর্থন কমেছে, তবে ইসলামী আন্দোলনের সমর্থন বেড়েছে।” তিনি আরও জানান, বিএনপির ভোটব্যাংক মূলত বয়স্ক প্রজন্মের ভোটারদের নিয়ে গঠিত, আর জামায়াতের ভোটব্যাংক তরুণ প্রজন্মের ভোটারদের নিয়ে গঠিত। শিক্ষার হার বাড়লে জামায়াতের ভোটার বাড়ে, আর শিক্ষার হার কম হলে বিএনপির ভোটার বেশি হয়।

জরিপে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে:

এবারের নির্বাচনে ৬৫.৫% মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে আগ্রহী, যেখানে মাত্র ১৪% মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে।

৪৫.৫৮% ভোটার মনে করেন, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। অপরদিকে ৪৫.৭৯% ভোটার মনে করেন, সকল দলেরই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।

‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এই জরিপটি চলতি মাসের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের ১০,৪১৩ জন যোগ্য ভোটার এই জরিপে অংশ নেন। এদের মধ্যে ৬৯.৫% গ্রামীণ এবং ৩০.৫% শহুরে ভোটার। ইনোভেশন কনসাল্টিংয়ের সঙ্গে এই জরিপে সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।

জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

জরিপটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে ঘিরে জনমনে কী ধরনের ভাবনা কাজ করছে, তার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। এটি জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে পরিচালিত সবচেয়ে বড় এবং বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে বলে দাবি করেছে ইনোভেশন কনসাল্টিং।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়