News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৭, ২৭ জুলাই ২০২৫

সৌদিতে ৩ খাতে সীমিত হচ্ছে প্রবাসীদের কাজের সুযোগ

সৌদিতে ৩ খাতে সীমিত হচ্ছে প্রবাসীদের কাজের সুযোগ

ফাইল ছবি

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ আরও সীমিত হচ্ছে। দেশটির সরকার সম্প্রতি তিনটি নির্দিষ্ট খাতে বিদেশি নাগরিকদের কর্মসংস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (২৭ জুলাই) সৌদি গ্যাজেট -এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই তিন খাতকে “নাগরিকীকরণ” নীতির আওতায় আনা হয়েছে। ফলে এই খাতগুলোতে এখন থেকে অগ্রাধিকার পাবেন শুধু সৌদি নাগরিকরা।

যে তিনটি খাতে প্রবাসীদের জন্য কর্মসংস্থান সীমিত করা হয়েছে সেগুলো হলো- গাড়ি বিক্রয় ও এর আনুষঙ্গিক যন্ত্রাংশের খাত।  কারিগরি ও ইলেকট্রনিক সরঞ্জাম সম্পর্কিত খাত। নির্মাণ উপকরণ ও আসবাবপত্র বিক্রয়ের খাত।

এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে থাকা অনেক প্রবাসী শ্রমিক চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ফিলিপিনসসহ শ্রমনির্ভর দেশগুলোর নাগরিকদের ওপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি।

আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে নিয়োজিত প্রবাসীদের জন্য কিছু ক্ষেত্রে সীমিত সময়ের ছাড় দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, সৌদিকরণ নীতির আওতায় গত কয়েক বছর ধরে বিভিন্ন বেসরকারি খাতে ধাপে ধাপে প্রবাসী শ্রমিক নিয়োগ কমিয়ে দিচ্ছে দেশটির সরকার। ফলে নতুন করে চাকরির সুযোগ কমছে এবং অনেক ক্ষেত্রেই প্রবাসীদের চাকরি হারাতে হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়