News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ৫ এপ্রিল ২০২৫
আপডেট: ১৫:৫৫, ৫ এপ্রিল ২০২৫

বিশ্ববাণিজ্য নীতির তোয়াক্কা না করে ট্রাম্পের ১০% শুল্ক নেওয়া শুরু

বিশ্ববাণিজ্য নীতির তোয়াক্কা না করে ট্রাম্পের ১০% শুল্ক নেওয়া শুরু

ছবি: সংগৃহীত

বিশ্বের সিংহভাগ দেশ থেকে সব আমদানি পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, তা নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব বাণিজ্যের রীতিনীতির কোনো তোয়াক্কা করা হয়নি।

প্রথম যে দেশগুলো ১০ শতাংশ শুল্কের শিকার হয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কলম্বিয়া, আর্জেন্টিনা, মিশর ও সৌদি আরব আছে বলে জানিয়েছে রয়টার্স।

আমেরিকান-ব্রিটিশ ল ফার্ম হোগান লভেলসের বাণিজ্য বিষয়ক আইনজীবী কেলি অ্যান শ বলছেন, “আমাদের জীবদ্দশায় এটিই একক বৃহত্তম বাণিজ্য পদক্ষেপ” । ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টাও ছিলেন।

বৃহস্পতিবার থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে শ বলেন, বিভিন্ন দেশ দরকষাকষি শুরু করায় সময়ের সঙ্গে সঙ্গে অনেক পণ্যেই শুল্ক বদলাবে বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, “এরপরও এটা বিশাল ব্যাপার। পৃথিবীর প্রত্যেক দেশের সঙ্গে আমাদের বাণিজ্যের পদ্ধতিতে এটি একটি বিরাট ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন।”

নির্দেশ অনুযায়ী শনিবার প্রথম প্রহর থেকেই মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢোকা পণ্য থেকে নতুন এ শুল্ক নেওয়া শুরু করেন। এছাড়া ৫৭টি বড় বাণিজ্য অংশীদারের ওপর ট্রাম্প আরও বেশি শুল্ক চাপিয়েছেন, তা বুধবার থেকে নেওয়া শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সব মার্কিন সমুদ্রবন্দর, বিমানবন্দর ও শুল্ক গুদামে পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিটে এই ‘ভিত্তি শুল্ক’ কার্যকর হয়। এর ভেতর দিয়ে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত শুল্ক ব্যবস্থাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করলেন।

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে

বুধবার ট্রাম্প তার নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিশ্বের প্রায় সব শেয়ার বাজার মারাত্মক ধাক্কা খেয়েছে; শুক্রবার লেনদেন শেষ হওয়া পর্যন্ত টানা দুই দিনে এসঅ্যান্ডপি ৫০০তে নিবন্ধিত কোম্পানিগুলো ৫ লাখ কোটি ডলার হারিয়েছে।

তেল ও অনেক গুরুত্বপূর্ণ পণ্যের দাম নামছে, নিরাপত্তার জন্য বিনিয়োগকারীরা ছুটছে সরকারি বন্ডের দিকে।

নৌযানে পণ্য পরিবহনকারীদের পাঠানো বুলেটিনে শনিবার মধ্য রাতে জলসীমায় থাকলেও কোনো জাহাজকে শুল্ক থেকে ছাড় না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

যদিও এর আগে বুলেটিনে তারা শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দিবাগত রাত ১২টা ১ মিনিটের আগে বিমানে বা নৌযানে ভরা কার্গোর ক্ষেত্রে ৫১ দিনের ‘গ্রেস পিরিয়ড’ বা বাড়তি সময় দেওয়া হবে বলে জানিয়েছিল; শর্ত ছিল- ১০% শুল্ক ছাড় পেতে ওই কার্গোগুলোর যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে ২৭ মে পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিটের আগে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়