মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে

ছবি: সংগৃহীত
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে ৪ হাজার ৮৫০ জন। এখনও ২২০ জন নিখোঁজ রয়েছে বলে আজ শনিবার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে মিয়ানমারের কেন্দ্রস্থল ‘সাগাইং শহরটি যেন পারমাণবিক বোমায় বিধ্বস্ত হয়ে গেছে। শতাব্দীর ভয়ংকর ভূমিকম্পে সাগাইং এখন মৃত্যুপুরী! মৃতদেহের গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো শহরে। যেদিকে চোখ যায় ধ্বংসাবশেষ। আর তার নিচে চাপা পড়ে আছে লাশ।
এতে আরও বলা হয়, সাগাইংয়ের প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের গ্রামীণ শহরগুলো বিধ্বস্ত হয়ে গেছে। মান্দালয় থেকে ৪৫ মিনিট দূরত্বের এ শহরটিতে আসতে এখন সময় লাগে ৪৫ মিনিট। শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় বড় বড় ফাটল-গর্ত, ছোট ছোট ব্রিজ-কালভার্টগুলো সব ভেঙে গেছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বিমান হামলা, একদিনে নিহত ৮৬
এদিকে, ভূমিকম্পের ৮ দিন পরও থেকে থেকেই আফটারশক হচ্ছে। ভয়ে স্থানীয়রা কেউ ঘরে ঘুমাচ্ছেন না। প্রায় পুরো শহরটি রাস্তা, প্ল্যাটফর্ম, ফুটবল মাঠে ঘুমায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি