News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ২২ জানুয়ারি ২০২০
আপডেট: ০৩:৫৩, ৩০ জানুয়ারি ২০২০

কাশ্মীর ইস্যুতে পাক-ভারতকে সাহায্য করতে চান ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে পাক-ভারতকে সাহায্য করতে চান ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে সাহায্য করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প । খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে কী চলছে সে সম্পর্কে আলোচনা করেছি। আমরা যদি কোনও সাহায্য করতে পারি তবে অবশ্যই সেটা করব। আমরা পরিস্থিতির দিকে অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য রাখছি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর সংবাদমাধ্যমকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন , আফগানিস্তানের মতোই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। অবশ্যই ভারতে এটি একটি বড় ইস্যু। যখন অন্য কোনও দেশ এই সমস্যার সমাধান করতে পারছে না তখন আমরা আশা করি যে সমস্যা সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজের ভূমিকা পালন করবে।

গত বছরের অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা তুলে দিয়েছে মোদি সরকার। এই ঘটনার পর বিষয়টি নিয়ে প্রবল আপত্তি জানিয়ে সরব হয় পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। তখন ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কাশ্মীর ইস্যুটি পুরোপুরি দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়