News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৬, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৬:৩৬, ৯ মে ২০২০

উগান্ডায় বিয়ের সময় কনেকে যৌতুক দেয়ার প্রথা বহাল

উগান্ডায় বিয়ের সময় কনেকে যৌতুক দেয়ার প্রথা বহাল

উগান্ডায় বিয়ের সময় কনেকে যৌতুক দেয়ার প্রথাকে বহাল রেখে, বিচ্ছেদের সময় তা ফেরত দেওয়ার প্রথাকে নিষিদ্ধ করেছেন দেশটির সুপ্রীম কোর্ট। বিবিসি।

আফ্রিকার এই দেশটিতে বরকে সাধারণত নগদ অর্থ, জমি বা গবাদিপশু কনেপক্ষকে যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। কিন্তু বিয়ে বিচ্ছেদের সময় কনে পক্ষকে আবার এই যৌতুক ফেরত দিতে হয়। এই প্রথা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল।

আদালত জানায়, কনে পক্ষকে যৌতুক দেয়ার যে প্রথা, তা অসাংবিধানিক নয়। সুতরাং এটা বহাল থাকবে। কিন্তু বিয়ে বিচ্ছেদের সময় এই যৌতুক ফেরত দেয়ার প্রথা নিষিদ্ধ করতে বলেছে আদালত।

উগান্ডায় যারা যৌতুক প্রথার বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের যুক্তি ছিল এর ফলে উগান্ডায় নারীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। কারণ এই যৌতুক প্রথার কারণে নারীকে এক টুকরো সম্পত্তির মত গণ্য করা হচ্ছে।

তবে বিয়ে বিচ্ছেদের সময় যৌতুক ফেরত দিতে হবে না বলে যে রায় আদালত দিয়েছে, সেটিকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এই যৌতুক শোধ দিতে হবে বলেই অনেক নারী তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে টিকিয়ে রাখতেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়