News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

মেমনের ফাঁসি বহাল রাখা বিচারককে হত্যার হুমকি

মেমনের ফাঁসি বহাল রাখা বিচারককে হত্যার হুমকি

ভারতের মুম্বাই বিস্ফোরণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসি স্থগিতের আবেদন নাকচ করে দেওয়া সুপ্রিম কোর্টের বেঞ্চের বিচারক হত্যার হুমকির চিঠি পেয়েছেন। রায় কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর বিচারক দীপক মিশ্র বেনামী ওই ওই চিঠি পেলেন। টাইমস অব ইন্ডিয়া।

দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রর নিরাপত্তা জোরদার করেছে। শিগগিরই তারা তদন্ত শুরু করবে।

গত ৩০ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি স্থগিত করার জন্য তাঁর আবেদন নাকচ করেন সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, এতে বিচারপতি দীপক মিশ্রও ছিলেন।নজিরবিহীনভাবে এ নিয়ে গভীর রাতে শুনানির পর ওই দিন স্থানীয় সময় ভোর পাঁচটায় সুপ্রিম কোর্ট ফাঁসি স্থগিত করতে ইয়াকুবের শেষ মুহূর্তের আবেদন নাকচ করেন।

ফাঁসি কার্যকর করার একদিন আগে বুধবার ইয়াকুবের ক্ষমা প্রার্থনা নামঞ্জুর করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এর আগে তাঁর ফাঁসির আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে তৎকালীন বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে ২৫৭ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছিলেন। তদন্তে প্রমাণিত, বিস্ফোরণের ছক পুরোটাই ছিল মেমন পরিবারের।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়