News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ২৩:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

সৌদিতে মসজিদে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত

সৌদিতে মসজিদে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত

সৌদি আরবে বৃহস্পতিবার একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আবাহ শহরের একটি মসজিদে এ বোমা হামলা চালানো হয়।

দেশটির এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইয়েমেনের সীমান্তবর্তী আবাহ শহরে বিশেষ বাহিনীর একটি মসজিদে বোমা হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, হামলার সময় মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এই হামলাকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যায়িত করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়