News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:৫৫, ২৩ এপ্রিল ২০২০

অবশেষে দ্বিতীয় সুয়েজ খাল খুলে দিল মিসর

অবশেষে দ্বিতীয় সুয়েজ খাল খুলে দিল মিসর

অবশেষে বহুল আলোচিত দ্বিতীয় সুয়েজ খাল বৃহস্পতিবার খুলে দিয়েছে মিসর। দেশটির কর্মকর্তারা খালটিকে উল্লেখ করেছেন ‘দ্য গ্রেট ইজিপশিয়ান ড্রিম’ হিসেবে। মাত্র এক বছরের মধ্যে এর খনন কাজ শেষ করা হয়েছে। এই কাজে ব্যয় হয়েছে প্রায় ৬০০ কোটি পাউন্ড।

১৮৬৯ সালে সুয়েজ খুলে দেওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো এর সম্প্রসারণ হলো। মিসরের সরকার মনে করছে, নতুন এই প্রকল্পের মাধ্যমে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

নতুন এই খালটি পুরনো সুয়েজ খালেরই নতুন অংশ হিসেবে কাজ করবে।সুয়েজ খাল দিয়ে জাহাজের আনাগোনা আরও সহজ করাই নতুন বাইপাসের উদ্দেশ্য।

১৯৩ কিলোমিটার দীর্ঘ সুয়েজ খালের সঙ্গে ৩৫ কিলোমিটারের নতুন অংশটি কাজ করবে বাইপাস হিসেবে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই খাল কে ‘ঈশ্বরের দান’ বলে অভিহিত করে বলেন, ২০২৩ সালের মধ্যে সুয়েজ খাল থেকে বার্ষিক আয় ৩৫০ কোটি পাউন্ড থেকে ৮৪০ কোটিতে পৌঁছে যাবে।

সুয়েজ খাল এশিয়া ও ইউরোপের মধ্যে সাগরপথে যোগাযোগের একটি সহজ ও দ্রুততম পথ। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ৭ শতাংশ সুয়েজ খালের মধ্য দিয়েই সম্পাদন হয়ে থাকে। এটি মিসরের জাতীয় আয়ের একটি প্রধান উৎস।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়