ইরানের সঙ্গে চুক্তি করা না গেলে একমাত্র বিকল্প ছ্লি যুদ্ধ
ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তি করা না গেলে একমাত্র বিকল্প পথ ছ্লি যুদ্ধের বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চুক্তি বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু যুদ্ধবাজই চুক্তির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।
প্রসঙ্গত, ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের এই চুক্তি হওয়ার আগে থেকেই এর কঠোর বিরোধীতা করে আসছিলো ইসরাইয়েল ও যুক্তরাষ্ট্রের রিপাবলিক দলের সমর্থকরা।ইসরায়েল এই চুক্তিকে ‘আত্মহত্যার সামিল’ বলে অভিহিত করে।
তবে, এসবের মধ্যে একটি কার্যকর চুক্তি করতে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি এবং ইরানের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে পরমাণু আলোচনা চলছিল।
নতুন এই পরমাণু চুক্তি অনুযায়ী ইরান আগামী ১০ বছর তাদের পারমাণবিক কর্মকাণ্ড সংযত রাখতে রাজি হয়েছে। এছাড়া জাতিসংঘের পর্যবেক্ষক দলকে তাদের সেনাবাহিনীর স্থাপনাগুলাতে পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে ইরান। এর বদলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে প্রত্যাহার করে নিবে পশ্চিমা বিশ্ব।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








