ফরাসি দ্বীপে ভেসে আসা টুকরোগুলো নিখোঁজ এমএইচ-৩৭০ এর
ভারত মহাসাগরীয় ফরাসি দ্বীপে ভেসে আসা টুকরোগুলো নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ-৩৭০ এর বলেই নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত সপ্তাহে রিইউনিয়ন নামের দ্বীপটিতে বিমানের ডানার টুকরোগুলো ভেসে আসে।
নাজিব রাজাকের সংবাদ সম্মেলনের পরই আন্তর্জাতিক গণমাধ্যমকে ফরাসি প্রসিকিউটর সার্জ মাকোয়িকওে নিশ্চিত করেন যে, গত সপ্তাহে রিইউনিয়ন দ্বীপে ভেসে আসা ডানার খণ্ডাংশ যেটি ফ্লাপিরন নামে পরিচিত সেটি আসলে বোয়িং ৭৭৭ মডেলের বিমানেরই। বিবিসি।
ওই টুকরোগুলো নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ-৩৭০ এর বলে ধারণা করলেও তা নিয়ে সংশয় কাটছিল না। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিশ্চিত করেন বিষয়টি।
তিনি বলেন, খুঁজে পাওয়া ওই ধ্বংসাবশেষ ফ্রান্সে নিয়ে পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন সেটি নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটিরই অংশ।
নাজিব রাজাক বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে ৫১৫ দিন সেটিতে থাকা আরোহীদের পরিবারগুলো যে দুঃসহ চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের কাছে এখন প্রমাণ আছে, ফ্লাইট এমএইচ-৩৭০ নিশ্চিতভাবেই ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শেষ হয়েছিল।
এসময় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে তিনি বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে আমরা সম্ভাব্য সব কিছুই করব।’
গত বছর মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে ভারত মহাসাগরের ওপর রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিমানটি। সেটির ভাগ্যে আসলে কী ঘটেছিল সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








