News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ জুলাই ২০২৫

প্রতিদিন ২৫০ কোটির বেশি প্রশ্ন পায় চ্যাটজিপিটি

প্রতিদিন ২৫০ কোটির বেশি প্রশ্ন পায় চ্যাটজিপিটি

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের এআই চ্যাটবট প্রতিদিন প্রায় ২৫০ কোটি প্রশ্ন পায়, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই আসে প্রায় ৩৩ কোটি প্রশ্ন।

২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে চ্যাটজিপিটি বিশ্বব্যাপী কয়েকশ মিলিয়ন ব্যবহারকারী অর্জন করেছে, যা ইন্টারনেট ব্যবহারের ধরণকে বদলে দিয়েছে।

উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যে এই এআই চ্যাটবট জটিল গবেষণা সংক্ষেপণ, যৌক্তিক প্রশ্নের উত্তর দেওয়া এবং এমনকি ব্যবসায়িক স্কুল ও চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ক্ষমতা দেখিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক সফটওয়্যার আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটি এখন প্রতিটি ব্যবহারকারীর জন্য সম্পূর্ণ ব্যক্তিগতকৃত প্রতিক্রিয়া দিতে সক্ষম।

রেকর্ড সংখ্যক মানুষ এই চ্যাটবটের দিকে ঝুঁকছে, এমনকি অনেকে এআই-এর মাধ্যমে থেরাপির জন্যও ব্যবহার করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের ব্যবহারে বেশ কিছু গভীর উদ্বেগজনক ত্রুটি রয়েছে।

২০২৫ সালের জুন মাসে সান ফ্রান্সিসকোর মস্কোন সেন্টারে স্নোফ্লেক সামিটে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বক্তৃতা দেন।

এপ্রিল পর্যন্ত চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছেছে। ইন্টারনেট বিশ্লেষণকারী সংস্থাগুলো জানিয়েছে, চ্যাটবটের ব্যবহারকারী সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে এর ব্যবধান কমিয়ে আনছে।

ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটিতে প্রতিদিন প্রায় ২৫০ কোটি প্রম্পট দেওয়া হয়, অ্যাক্সিওস রিপোর্ট করেছে।

তুলনা করলে, বিভিন্ন অনুমান অনুযায়ী গুগল প্রতিদিন ৮০০ কোটি থেকে ১ হাজার ৩০০ কোটি প্রশ্ন পায়, বা বছরে প্রায় ৫ ট্রিলিয়ন সার্চ হয়।

আরও পড়ুন: নিয়ম ভাঙায় বাংলাদেশের ১.১০ কোটি ভিডিও সরাল টিকটক

যদিও এই সংখ্যাগুলো এখনও দুই টেক জায়ান্টের মধ্যে বড় ব্যবধান নির্দেশ করে, তবে এটি চ্যাটজিপিটির দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দেয়। 

অল্টম্যান এই তথ্য প্রকাশ করেছেন ওয়াশিংটন ডিসিতে তার পরিকল্পিত সফরের আগে, যেখানে তিনি এআই শিল্পের পক্ষে লবিং করবেন বলে জানিয়েছেন।

এআই প্রধান কথিতভাবে এআই সরঞ্জামের গণতান্ত্রিক সুবিধা নিশ্চিত করার জন্য লবিং করছেন, যাতে এটি যতটা সম্ভব মানুষের জন্য উপলব্ধ হয়।

সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দেয় যে কোম্পানির সার্চ ভলিউম মাত্র আট মাসে দ্বিগুণেরও বেশি হয়েছে।

গত ডিসেম্বরে ওপেনএআই জানিয়েছিল, তাদের ব্যবহারকারীরা প্রতিদিন চ্যাটজিপিটিতে ১০০ কোটির বেশি প্রশ্ন পাঠাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে চ্যাটবটের ব্যবহার বেড়ে গেছে, যার ফলে এটি বিশ্বের পঞ্চম সর্বাধিক পরিদর্শিত ওয়েবসাইট হয়ে উঠেছে, মে মাসে ৪৫০ কোটির বেশি ভিজিট অর্জন করেছে।

ব্যাংক অব আমেরিকার একটি সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, গুগলের বিশ্বব্যাপী ভিজিট বছরের পর বছর দ্রুত হ্রাস পাচ্ছে, যেখানে চ্যাটজিপিটির ভিজিট গত এক বছরে ১৬০ শতাংশ বেড়েছে।

মর্গান স্ট্যানলির আরেকটি বিশ্লেষণে বলা হয়েছে, চ্যাটজিপিটি জেনারেশন জি-এর জন্য শীর্ষ পছন্দ হয়ে উঠেছে, যারা অনেকেই গুগল ব্যবহারের কথা খুব কমই ভাবেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়