ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ফাইল ছবি
ডেঙ্গুতে একদিনে (২৪ ঘণ্টা) ৯ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিপ্তররের তথ্য বলছে, অক্টোবরের প্রথম পাঁচদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ২৫৬৫ জন; আর মৃত্যু হলো ১৪ জনের।
আরও পড়ুন: পাঁচ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
চলতি বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।
নিউজবাংলাদেশ.কম/এসবি