News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ২৭ আগস্ট ২০১৫
আপডেট: ০৩:৪৯, ২৫ জানুয়ারি ২০২০

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো জনস্বার্থ বিরোধী

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো জনস্বার্থ বিরোধী

ঢাকা: ভোক্তা পর্যায়ে ক্রেতাদের অবস্থা বিবেচনা না করে অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। অবিলম্বে সরকারকে এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম ২ দশমিক ৯৭ শতাংশ ও গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ছে।

এদিকে সরকারের ঘোষণার পর থেকেই শহর-নগরের বাড়িভাড়া বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যা পরবর্তী সময়ে দ্রব্যমূলেরও ওপরও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ নিউজবাংলাদেশকে বলেন, “গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে অনেক গণশুনানি হয়েছে। তাতে অংশগ্রহণকারী সবাই এর বিরুদ্ধে (না বাড়ানোর) মতামত দিয়েছেন। এখন সরকার বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে এ সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি বলেন, “বিশ্ববাজারে তেলের দাম কমলেও তারা (সরকার) তেলের দাম না কমিয়ে উল্টো বিদ্যুতের দাম বাড়াল। জ্বালানি তেলের দাম কমার কারণে দেশে বিদ্যুতের দাম কমা উচিৎ। কিন্তু তারা দাম বাড়াল।”

আনু মুহাম্মদ বলেন, “যে কমিশন জনস্বার্থে কাজ করে না, সে কমিশনের কোনো দরকার নেই। এ ধরনের কমিশন টোটালি অযৌক্তিক।”

এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বিশেষজ্ঞ ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম শামসুল আলম নিউজবাংলাদেশকে বলেন, “গ্যাস ও বিদ্যুতের যে দাম বাড়ানোর হয়েছে, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। সরকারের এ সিদ্ধান্ত থেকে সরে আসা উচিৎ। এটি বাতিল করা উচিৎ। এর ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে।”

সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং ২ দশমিক ৯৩ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে সরকার। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বাসাবাড়িতে এক বার্নারের চুলার বিল ৪০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা এবং দুই বার্নারের জন্য ৬৫০ টাকা দিতে হবে। মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটারে ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

গ্রাহক পর্যায়ে ১-৭৫ ইউনিটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ৮০ পয়সা; ৭৩-২০০ ইউনিটে বেড়েছে ৫ টাকা ১৪ পয়সা, আগে ছিল ৫ টাকা ১ পয়সা; ২০১-৩০০ ইউনিটে ৫ টাকা ৩৬ পয়সা, আগে ছিল ৫ টাকা ১৯ পয়সা; ৩০১-৪০০ ইউনিটের মূল্য আগে ছিল ৫ টাকা ৪২ পয়সা, এখন হবে ৫ টাকা ৬৩ পয়সা; ৪০১-৬০০ ইউনিটের জন্য ৮ টাকা ৫১ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ৭০ পয়সা; ৬০০ ইউনিটের ওপরে ৯ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৯৮ পয়সা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়