ভুয়া প্রোফাইল নিয়ে প্রতারণার অভিযোগ নুসরাত ফারিয়ার

নুসরাত ফারিয়া। ফাইল ছবি
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাধারণত কাজ নিয়েই আলোচনায় থাকেন। যদিও আগে আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। এবার নতুন করে প্রতারণার অভিযোগ তুললেন এই তারকা। তার দাবি, তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি সবাইকে জানান ফারিয়া। তিনি লেখেন, “সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”
ভক্তদের সচেতন করে ফারিয়া আরও লেখেন, “দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। নিরাপদ থাকুন।”
অভিনেত্রীর পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য ভক্ত ও অনুসারী মন্তব্যে ফারিয়ার পাশে দাঁড়িয়ে প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সতর্কবার্তায় নুসরাত ফারিয়া আরও বলেন, “যে কোনো অফিশিয়াল তথ্য বা যোগাযোগ কেবল আমার ভেরিফায়েড প্রোফাইল বা অফিসিয়াল সূত্র থেকেই নেওয়া উচিত।”
আরও পড়ুন: দেশের বাইরে বিচে নামার জন্য পাগল হয়ে যান নায়লা
উল্লেখ্য, নুসরাত ফারিয়া একাধারে অভিনেত্রী, উপস্থাপক ও গায়িকা। ‘আশিকি’, ‘বাদশা’, ‘বিবাহ অভিযান’, ‘পাতালঘর’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ছোটপর্দা ও সংগীতজগতেও নিয়মিত সক্রিয় রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি