News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ২০ আগস্ট ২০২৫

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সেটে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ১২০ জন

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সেটে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ১২০ জন

রণবীর সিং। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে খাদ্যে বিষক্রিয়ায় অন্তত ১২০ জন কলাকুশলী অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটির পর আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমার শুটিং।

ঘটনাটি ঘটে গত ১৭ আগস্ট লেহ জেলার পাঠার সাহিব এলাকায়।  স্থানীয় প্রশাসন জানায়, সেটে প্রায় ৬০০ জনকে খাবার পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে অন্তত ১২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কারও কারও তীব্র পেটব্যথা, বমি ও মাথাব্যথার পাশাপাশি হৃদ্‌রোগজনিত জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সবাইকে দ্রুত সজল নারব্বু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে খাবারেই দূষণ হয়েছিল। তবে রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

‘ধুরন্ধর’-এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। সিনেমাটির টিজারে ইঙ্গিত মিলেছে অজানা যুদ্ধ, বিশ্বাসঘাতকতা ও সাহসিকতার গল্পের। এতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল।

আরও পড়ুন: শাকিবের বিপরীতে রুপালি পর্দায় রোমান্সে তিশা

সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ প্রজেক্ট শেষ হওয়ার পর রণবীর সিং ‘ডন ৩’-এর শুটিং শুরু করবেন। এরপর আবারও আদিত্য ধরের সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে তার। সূত্র: বলিউড হাঙ্গামা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়