News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৩, ১৯ আগস্ট ২০২৫

শাকিবের বিপরীতে রুপালি পর্দায় রোমান্সে তিশা

শাকিবের বিপরীতে রুপালি পর্দায় রোমান্সে তিশা

ছবি: সংগৃহীত

নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে পরিচালনা করবেন সাকিব ফাহাদ, যিনি এ ছবির মাধ্যমে প্রথমবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আসছেন। ছবির শুটিংয়ের বড় অংশ হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এই সিনেমার মাধ্যমে তানজিন তিশা বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।

আরও পড়ুন: পরীমণির মেয়ে আইসিইউতে

সিনেমার কাহিনীতে বাস্তব ঘটনার ছায়া থাকবে। ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ঘটনার কিছু প্রেক্ষাপট ব্যবহার করা হতে পারে। তবে শাকিব সরাসরি সেনা কর্মকর্তার চরিত্রে নয়, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে পর্দায় হাজির হবেন। চরিত্রে তাকে লোমহর্ষক নানা অপারেশন সফলভাবে সম্পন্ন করতে দেখা যাবে। গল্পে থাকবে সত্য ঘটনা, নাটকীয়তা ও রাজনৈতিক প্রেক্ষাপটের মিশ্রণ, পাশাপাশি জমকালো অ্যাকশন দৃশ্যও যুক্ত হবে কাহিনীতে।

পরিচালক সাকিব ফাহাদ এতদিন বিজ্ঞাপন ও একাধিক টিভি নাটক নির্মাণ করেছেন। শাকিব খানকে নিয়ে এটি তার প্রথম চলচ্চিত্র। ছবির শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সিনেমার মাধ্যমে ঢালিউডে নতুন ধরনের গল্প ও চরিত্রের সংমিশ্রণ দেখা যাবে, যা দর্শকদের জন্য আকর্ষণীয় হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়