মনসাদ মিয়ার কথায় নতুন গান গাইলেন তোসিবা
মনসাদ মিয়া ও তোসিবা। ছবি: সংগৃহীত
গানশিল্পী তোসিবা শিগগিরই নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন। গানটির কথা লিখেছেন স্পেন প্রবাসি মনসাদ মিয়া। সুর করেছেন সুহেল খান এবং মিউজিক করেছেন রোহান রাজ। গানটিতে তোসিবার সঙ্গে গেয়েছেন সজিব শান।
এমএনডি মিউজিক থেকে শিগগিরই গানটি রিলিজ হবে বলে জানানো হয়েছে।
নতুন গান প্রসঙ্গে তোসিবা বলেন, মনসাদ ভাইয়ের কথায় গানটি গাইতে পেরে আমি সত্যিই আনন্দিত। কথাগুলোতে যে আবেগ ও অনুভূতি আছে, তা আমি চেষ্টা করেছি আমার কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। আশা করছি ভক্তরা গানটি শোনার পর এটি তাদের মন ছুঁবে এবং তারা এই নতুন সঙ্গীতকে ভালোবাসবেন।
মনসাদ মিয়া বলেন, গান মানুষের মনের ভাষা। দেশের মাটি হোক বা বিদেশের আকাশ, ভালো গান সবসময়ই মানুষের মনে জায়গা করে নেয়। তোসিবা ও সজিবের কণ্ঠে আমার লেখা গানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এটি শুধু একটি সঙ্গীত রিলিজ নয়, এটি একটি অনুভূতির গল্প যা শ্রোতাদের হৃদয়ে পৌঁছাবে, এই প্রত্যাশা রাখছি।
আরও পড়ুন: শান্তিনিকেতনে শুটিং ঘিরে বিতর্কে অরিজিৎ সিং
সুরকার সুহেল খান যোগ করেন, গানের সুর ও আবহ তৈরিতে আমরা বিশেষভাবে চেষ্টা করেছি যেন প্রতিটি লাইন, প্রতিটি ছন্দ শ্রোতার মনে অচেতনভাবেই আবেগ জাগায়। আশা করছি গানটি শোনার পর দর্শকরা শুধু সুরের আনন্দ পাবেন না, বরং গানটির অনুভূতিকে নিজেদের জীবনের সঙ্গে সম্পর্কিত করতে পারবেন।








