News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ১৬ আগস্ট ২০২৫

শান্তিনিকেতনে শুটিং ঘিরে বিতর্কে অরিজিৎ সিং

শান্তিনিকেতনে শুটিং ঘিরে বিতর্কে অরিজিৎ সিং

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

টালিউড ও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এবার বিতর্কে জড়ালেন। শান্তিনিকেতনের তালতোড় এলাকায় একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা অরিজিৎ ও তার দেহরক্ষীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ১৩ আগস্ট শুটিং চলাকালে রাস্তা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল। এতে স্থানীয়দের ভোগান্তি বাড়ে।

কমলাকান্ত লাহার দাবি, কাজের প্রয়োজনে রাস্তা পার হতে গেলে তাকে থামানো হয়। নিরাপত্তাকর্মীরা প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন। পরে আবার আরও ৩০ মিনিট অপেক্ষার কথা জানান। জরুরি প্রয়োজনে তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দেহরক্ষীরা বাধা দেন। এতে তার হাতে আঘাত লাগে। এমনকি পুলিশ ভ্যানে তোলার চেষ্টাও করা হয়। এ সময় একটি স্বর্ণের আংটিও হারিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: জামিনে মুক্তি পেলেন শমী কায়সার

ঘটনার পর শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন কমলাকান্ত লাহা। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অরিজিৎ সিং বা তার টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়