News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৩, ১২ আগস্ট ২০২৫
আপডেট: ২২:০১, ১২ আগস্ট ২০২৫

মাত্র ৩ দিনে যুক্তরাষ্ট্র-কানাডায় রেকর্ড ছুঁয়েছে জয়ার ‘ডিয়ার’

মাত্র ৩ দিনে যুক্তরাষ্ট্র-কানাডায় রেকর্ড ছুঁয়েছে জয়ার ‘ডিয়ার’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে কলকাতার প্রখ্যাত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন বাংলা ছবি ‘ডিয়ার মা’। মাত্র তিনদিনের মধ্যেই প্রায় ৫০টির বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি, যা কলকাতার কোনো বাংলা সিনেমার ইতিহাসে এত অল্প সময়ে এত বিস্তৃত মুক্তির নজির। ছবির প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে ১১,১০০ মার্কিন ডলার, যা কলকাতার সিনেমার জন্য নতুন একটি রেকর্ড।

বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান, একটি ভালো গল্পের সিনেমা সর্বদা দর্শকের হৃদয় স্পর্শ করে। ‘ডিয়ার মা’ দেখার পর দর্শকরা শুধু মুগ্ধ হয়েছেন, তা নয়, তারা ছবিটির গল্প, অভিনয় ও পরিচালনার প্রশংসাও করেছেন। অনিরুদ্ধ রায়ের সিনেমার এই বিশেষ গুণাবলীই এ ছবিকে অন্যরকম করেছে।

জয়া আহসান, যিনি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন, বলেন, অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমাগুলো মূলত সম্পর্ক ও পরিবারের গল্প বলে। তার সিনেমাগুলো মনস্তাত্ত্বিক ও পারিবারিক আবেগের এক বিশেষ মেলবন্ধন। ‘ডিয়ার মা’ এমন একটি ছবি যা পরিবারের সঙ্গে বসে দেখার মতো। এমন গল্প আজকাল খুব কমই আমরা পাই।

আরও পড়ুন: গোপন সম্পর্কের সত্য প্রকাশ করলেন জয়া

চলচ্চিত্রটির বিপণন ও প্রচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছে বায়োস্কপ ফিল্মস, যারা জানিয়েছে, প্রথম সপ্তাহে যতো সিনেমা হলে মুক্তি পেল, পরবর্তী সপ্তাহগুলোয় সংখ্যাটি আরও বৃদ্ধি পাবে। চলতি বছর প্রবাসী দর্শকদের কাছে এই ছবিটি বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে, যা বাংলা সিনেমার আন্তর্জাতিক প্রভাবকে আরও মজবুত করবে বলে মনে করছে নির্মাণসংস্থা।

অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি ‘অন্তহীন’, ‘অনুরণন’, ‘পিংক’সহ কয়েকটি সফল ছবি নির্মাণ করেছেন, দীর্ঘ প্রায় ১০ বছর পর এই সিনেমা দিয়ে আবারো বাংলা সিনেমার জগতে ফিরেছেন। ‘ডিয়ার মা’তে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং আরও অনেকে।

আন্তর্জাতিক মুক্তি উপলক্ষে বর্তমানে অনিরুদ্ধ রায় ও ছবির প্রযোজক ইন্দ্রাণী মুখার্জী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ছবির প্রচার-প্রসারে অংশগ্রহণ করছেন। তারা আশাবাদী, ‘ডিয়ার মা’ বাংলা সিনেমার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়