News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৮, ১১ আগস্ট ২০২৫

গোপন সম্পর্কের সত্য প্রকাশ করলেন জয়া

গোপন সম্পর্কের সত্য প্রকাশ করলেন জয়া

ছবি: সংগৃহীত

দেশের এবং বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে নীরব থেকেছেন। সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তিনি বাকপটু হলেও প্রেম কিংবা সম্পর্কের বিষয়ে সবসময়ই নিজেকে গোপনীয়তায় রেখেছেন। 

তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে তার দুটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’র প্রচারণায় অংশগ্রহণের সময় এক সাক্ষাৎকারে জয়া দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের কথাটি নিজেই স্বীকার করেছেন।

কলকাতায় ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অকপটে বলেন, হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া বা শোবিজ জগতের কেউ নন। 

জয়া আরও জানান, এই সম্পর্কের ভিত্তি হলো গভীর বন্ধুত্ব। তিনি বলেন, আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার।

জয়ার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে তিনি উল্লেখ করেছেন তাদের গোপনীয়তা রক্ষা করা এবং পারস্পরিক শ্রদ্ধা। 

জয়া বলেন, আমরা দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করি। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।

আরও পড়ুন: তিশার উদ্দেশে শাওনের বার্তা ‘নাটক কম করো, পিও’

তিনি আরও বলেন, আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তার প্রতি আমার আকর্ষণ তৈরি হয়েছে।

বিয়ে সম্পর্কে জয়ার মতামত স্পষ্ট: বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। 

তিনি স্বীকার করেন, বিয়ের বিষয়ে তার মধ্যে কিছুটা ভয় রয়েছে, যা হয়তো আগের অভিজ্ঞতার কারণে।

জয়া বলেন, আমি জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে ভাবছি, কিন্তু বিয়ে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই।

বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত এই অভিনেত্রীর সাম্প্রতিক দুটি ছবি ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তির পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। উভয় সিনেমাই সমাজের নানাবিধ দিক তুলে ধরেছে এবং ইতোমধ্যেই সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।

জয়া আহসান শুধু অভিনয়ের মধ্য দিয়ে নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক আলোচনাতেও নিয়মিত অংশগ্রহণ করেন। পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তার কাজের মধ্য দিয়ে নারী স্বাধীনতা, সামাজিক অসাম্য ও মানবিক বার্তা বহন করেন। এমনকি ব্যক্তিগত জীবন গোপন রাখলেও তিনি জনসমক্ষে নিজের অবস্থান স্পষ্ট করতে দ্বিধা করেন না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়