News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪২, ২৪ মে ২০২৫

কান উৎসব থেকে বিতর্কের বৃত্তে ‘বাঙালি বিলাস’

কান উৎসব থেকে বিতর্কের বৃত্তে ‘বাঙালি বিলাস’

ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্র ‘বাঙালি বিলাস’ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ প্রদর্শিত হওয়ার পর এর ট্রেলার প্রকাশ ও তা সরিয়ে নেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

২২ মে পরিচালক এবাদুর রহমান তার ফেসবুক পেজে ৩ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করেন। ট্রেলারের শুরুতে কেন্দ্রীয় নারী চরিত্রের বিকৃত যৌন অভিজ্ঞতার বর্ণনা দেখানো হয়, যা দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 

পরিচালক জানান, ট্রেলার প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তিনি তা সরিয়ে ফেলতে বাধ্য হন, কারণ অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি ও ভর্ৎসনা করা হয়েছিল। 

ফারহানা তাকে বার্তা পাঠান: ‘ভাই, প্লিজ সেভ মি’।

‘বাঙালি বিলাস’—আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’—বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র। এটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা। 

আরও পড়ুন: নজরুলচর্চায় সম্মানিত অধ্যাপক ও শিল্পী

নির্মাতা এবাদুর রহমান বলেন, এটি শুধু একটি সিনেমা নয়—এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত ‘বাঙালি ছবি’র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে ।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন, যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গান্ডু’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। 
এছাড়াও অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান; সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল; শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা ।

পরিচালক এবাদুর রহমান জানান, আপাতত দেশে ‘বাঙালি বিলাস’ মুক্তির কোনো পরিকল্পনা নেই। 

তিনি বলেন, আমার নৈতিক দায়িত্ব আমার শিল্পীকে রক্ষা করা। এই পরিস্থিতিতে, চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসব ও পরিবেশকদের জন্য প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

এই বিতর্ক ‘বাঙালি বিলাস’ চলচ্চিত্রের বিষয়বস্তু ও উপস্থাপনার সাহসিকতা এবং সামাজিক প্রতিক্রিয়ার একটি প্রতিফলন। চলচ্চিত্রটি নারীর অভিজ্ঞতা ও স্বাধীনতা নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়